শিক্ষা প্রতিষ্ঠান হলে মেধা ও প্রতিভা বিকাশের অন্যতম স্থান। শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান বিজ্ঞান খেলাধুলা ও সংস্কৃতি চর্চার কল্যানেই মনুষ্যত্ব ও মেধার সম্প্রসারণ ঘটে। একটি দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে জাতিকে গড়ে তুলতে হবে শিক্ষিত করে। বিবর্তনের সাথে সাথে পরিবর্তন ঘটেছে শিক্ষা ক্ষেত্রেও। বিশ্ব আজ তথ্য ও প্রযুক্তি নির্ভরশীল। আধুনিক জাতি গঠনে এর কোন বিকল্প নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার সুফল জাতি পেতে শুরু করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার এই মহা পরিকল্পনার অংশ হিসাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে যাচ্ছে। যার ধরাবাহিকতায় সরকার ছিলারচর বালীকান্দি শেখ ফজিলাতুন্নেছা মুজিব কলেজ এর বিভিন্ন কর্মকান্ড আজ ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি প্রতিষ্ঠালগ্নে জড়িত সকল মহানুভবকে বিশেষ করে প্রতিষ্ঠাতা জনাব আজিবর রহমান বালীকে যার অক্লান্ত পরিশ্রমে এই এলাকার শিক্ষাক্ষেত্র আজ উন্নতির পথে। ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজের কল্যাণে নিবেদিত সকল শিক্ষক-শিক্ষিকা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দদের। এখন থেকে আমাদের শিক্ষার্থীরা অভিভাবকগন ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ তাদের তথ্য ঘরে বসে ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন। এই ডায়নামিক ওয়েবসাইটটি তে যে তথ্য থাকবে তা অবাধ তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করবে। সংশ্লিষ্ট সকলের প্রতি রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই কলেজের সার্বিক সফলতা কামনা করছি।